রাজ্য
দুর্গাপুরের মেয়র মানুষের ভোটে জেতেননি, মাফিয়াদের ভোটে জিতেছেন : রাজু ব্যানার্জী
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া :- দুর্গাপুর ব্যারাজ পরিদর্শনে এসে বিজেপি নেতা রাজু ব্যানার্জী জানান দুর্গাপুরের মেয়র মানুষের ভোটে জেতেননি মাফিয়াদের ভোটে জিতেছেন। রাজু ব্যানার্জী জানান তীব্র জলসংকট দেখা দিয়েছে তড়িঘড়ি মেরামতের কোনো ব্যবস্থা করছে না রাজ্য সরকার থেকে সেচ দপ্তর। পানাগড়ে আর্মি ডিজাস্টার ম্যানেজমেন্টকে কাজে লাগানো হল না কেন বলে জানান তিনি। পাল্টা দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান মেয়রের উপর করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। দুর্গাপুর নগর নিগম শহরের প্রতিটি প্রান্তে জল পাঠাচ্ছেন।অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে জানান।