বন্ধ জল সরবরাহ। আজ সকাল থেকে দুর্গাপুরে শুরু হয়েছে জলের হাহাকার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া :- দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতের কাজ জোর কদমে চলছে। গতকাল রাত ভর কাজ হলেও গেটের কাছে যে জল আছে তাকে অন্য দিকে ঘোরানো আজ রবিবার বিকাল পর্যন্ত সম্ভব হয় নি। বালির বস্তার বাঁধ দিয়ে জল আটকানোর কাজ চলছে। সেচ দপ্তর দাবি করছে আগামীকাল রাতের মধ্যে তারা কাজটি করতে পারবে। এর জেরে দুর্গাপুর ও বড়জোড়াতে জল সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রভাব পড়েছে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। অন্যদিকে ব্যারেজ জলশূন্য হওয়াতে প্রচুর মাছ ধরছে স্থানীয় মৎসজীবিরা। আর মৎসপ্রেমি মানুষ দূরদূরান্ত থেকে মাছের লোভে ভিড় জমাচ্ছেন। জলশূন্য হয়ে পড়ে জলাধার। এখন চলছে মেরাতের কাজ। বন্ধ জল সরবরাহ। আজ সকাল থেকে দুর্গাপুরে শুরু হয়েছে জলের হাহাকার। ট্যাঙ্কারে করে ডি এম সি জল দিলেও তা পর্যাপ্ত নয়। এক বালতি জল পেয়ে তাই কারো কারো মুখে ফুটে উঠছে যুদ্ধ জয়ের হাসি। জল না পেয়ে কেউ উগরে দিচ্ছেন ক্ষোভ। কেউ কেউ আবার পরিচিতের বাড়ির পাম্প থেকে আধ কিলোমিটার পথ পেরিয়ে নিয়ে যাচ্ছে পানীয় জল।