রাজ্য
বিজেপি কর্মীর বাড়িতে হামলা, উত্তেজনা বীজপুরে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- কিছু দিন আগে বীজপুর থানা অন্তর্গত জেটিয়া পঞ্চায়েতের বালিভারা গ্রামে বিজেপি দলের সক্রিয় কর্মী নিমাই দাসকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি শুক্রবার বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার রাতেই নিমাই দাসের বাড়িতে আবারও হামলা করা হয় । তার দোকান, ঘরের টালির ছাউনি ভাঙচুর করা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় মহিলাদেরও মারধর করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার পেছনে রয়েছে। তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। বীজপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে বলে পুলিশ সূত্রে খবর।