শিয়ালদা, যাদবপুরে ট্রেনের দাবিতে বিজেপির বিক্ষোভ, খড়গপুর স্টেশন মাস্টারদের অনশন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- খড়গপুর স্টেশন এর সামনে অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ পূর্ব রেলওয়ে স্টেশনমাস্টাররা রাত্রি ভাতা চালুর দাবিতে অনশণ করেছেন। এই প্রতীকী অনশনে ১২ ঘন্টার অন্যান্য দাবিও রয়েছে বলে সাধারণ সম্পাদক দিলীপ কুমার জানিয়েছেন। রাত্রি ভাতা আগে ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে ফের এই ভাতা চালু করার জন্য আমাদের আন্দোলন। আমাদের দাবি না মানলে আমরা বড় আন্দোলন গড়ে তুলবো।লোকাল ট্রেন চালানোর দাবিতে শনিবার শিয়ালদহ ও যাদবপুর ষ্টেশনে বিক্ষোভ দেখায় বিজেপি। তারা অভিযোগ করে বলেন রাজ্য সরকার ট্রেন চালানোর জন্য কোন সদুত্তর দেয়নি রেল বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে। রাজ্য সরকার উদাসীন বলে দাবি করেন তারা। গত শুক্রবার সন্ধ্যায় হাওড়া স্টেশনে যাত্রীরা স্পেশাল ট্রেন ধরতে গেলে পুলিশ বাধা দেয়। ক্যাব রোডের মুখেই যাত্রীদের আটকে দেওয়া হয় ।প্লাটফর্মে ঢুকতে না পেরে যাত্রীরা স্টেশন চত্বরে বিক্ষোভ শুরু করেন। তাদের বাধা দেওয়া হলে স্টেশন চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। আর পিএফ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।