মমতা লাশ চোর: সৌমিত্র খান।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বীরভূমের মল্লারপুরে পুলিশি হেফাজতে নাবালকের মৃত্যুর প্রতিবাদে আজ, শনিবার সেখানে ১২ ঘণ্টার বন্ধের ডাক দেয় বিজেপি। সেখানেই মুখ্যমন্ত্রী থেকে প্রশাসন, কড়া ভাষায় আক্রমণ করে সৌমিত্র খাঁন বলেন, ‘এই সরকার যদি মনে করে পুলিশকে দিয়ে এ সব কিছু করাবে, তা কিন্তু চলতে পারে না। আমরা এর বিরুদ্ধে থানার সামনে অবস্থানে বসব।’ সৌমিত্রর গুরুতর অভিযোগ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় লাশ চুরি করছেন আর অনুব্রত মণ্ডল ডাকাতের সর্দার। শুভ মেহেনা (১৪) নামে মৃত ওই নাবালকের পরিবারকে হুমকি দিচ্ছে তৃণমূল।’ যদিও শাসকদলের তরফ থেকে বিজেপি–র বিরুদ্ধে দেহ নিয়ে রাজনীতির অভিযোগ তোলা হয়েছে। মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে পরিবারের বিরুদ্ধে বয়ান বদলের অভিযোগ তুলেছে তৃণমূল। এদিন সৌমিত্র খাঁন প্রশ্ন করেন, ‘শুক্রবার সকালে ওই নাবালকের মৃত্যুর পর পুলিশ কেন তার দেহ লুকিয়ে লুকিয়ে সৎকার করল? দেহ কেন গ্রাম পর্যন্ত এল না? কেন ওই নাবালকের মা–বাবার সঙ্গে পুলিশ আমাকে কথা বলতে দিচ্ছে না। মল্লারপুরে পুলিশ হল তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা। আমরা গুন্ডাদের ভয় পাই না।’