রাজ্য
পঞ্চায়েতের প্রধানের বাড়ির গ্যারেজ থেকে দুটি তাজা বোমা উদ্ধার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- নন্দীগ্রামের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির গ্যারেজ থেকে দুটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে বোমা দুটি উদ্ধার করে। পঞ্চায়েত প্রধান মনসুরা বিবির স্বামী, সাহাবুদ্দিনের অভিযোগ দলের অন্য গোষ্ঠীর লোকজন তার গ্যারেজে এগুলি রেখে গেছে। সাহাবুদ্দিনের অনুগামীরা এর প্রতিবাদে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ শুরু করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর।