‘আমি আমি’ ই হল সর্বনাশের মূল কারণ, শুভেন্দুর মন্তব্যে নয়া জল্পনা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ফের জল্পনা বাড়ালেন শুভেন্দু অধিকারী। দলীয় কর্মসূচীতে লাগাতার অনুপস্থিত থাকা ছাড়াও আলাদা করে নিজের সমর্থকদের নিয়ে জেলায় জেলায় হোয়াটস আপ গ্রুপ তৈরী করা, একেরপর এক পদক্ষেপ রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে সংশয তৈরী করেছে। বৃহস্পতিবারও ফের বিতর্ক তৈরী করলেন শুভেন্দু অধিকারী। এদিন দিঘায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করলেন, তাতেই জল্পনার জাল ঘিরে ফেলল রাজ্য–রাজনীতিতে। এমনকী রাজনৈতিক মহলের মতে এদিন কার্যত দলনেত্রীকেই টার্গেট করেছেন শুভেন্দু। এদিন নিউ দিঘায় মহিলা কল্যাণ প্রতিষ্ঠানের ভগিনী নিবেদিতার ১৫৩তম জন্মতিথি উদযাপনের অনুষ্ঠানে। সেখানে নিবেদিতার মূর্তি উন্মোচন করে সেচ ও পরিবহণমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কেন প্রশংসা করছি জানেন। প্রশংসা করছি এই কারণে, একক শক্তিতে কিছু হয় না। একতাই হল শক্তি।’ তবে এখানেই শেষ নয়, এরপর তিনি বলেন, ‘স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, আমি হল সর্বনাশের মূল। আমরা আমরা যারা করে তারাই টিকে থাকে।’ রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য আপাতভাবে সাদামাঠা হলেও, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য আসলে মমতা বন্দপাধ্যায়কেই ইঙ্গিত করেছেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন।উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর অনুগামীরা দীর্ঘদিন ধরেই সমান্তরাল জনসংযোগ চালাচ্ছেন। তাঁকে দলহীন জননেতা হিসেবে পরিচিত করে দিচ্ছেন। তাঁকে তো আবার জঙ্গলমহলের মুক্তিসূর্যও বানিয়ে দিয়েছেন অনুগামীরা। এই অবস্থায় শুভেন্দুর ‘আমি আমি’ মন্তব্য নিয়ে আবার নানা জল্পনা তৈরি হচ্ছে।