রাজ্য
বেলডাঙায় নৌকাডুবিতে মৃতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরনের ঘোষনা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: বেলডাঙায় নৌকাডুবির ঘটনায় ক্ষতিপূরণের ঘোষনা স্থানীয় পৌরসভার। দশমীর দিন ডুমনি বিলে নিরঞ্জ্নের সময়ে নৌকাডুবিতে ৫ জনের মৃত্যু হয়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দেওয়া হবে বলে জানিয়ে বেলডাঙা পুরসভার চেয়ারপার্সন ভরত ঝাওর বলেন, ” মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।” বেলডাঙায় নৌকাডুবিতে মৃত্যু হয়েছে অরিন্দম বন্দ্যোপাধ্যায়(২৩), পিঙ্কন পাল (২৩), সুখেন্দু দে (২০) নিপন হাজরা বন্দ্যোপাধ্যায় (৩৪) এবং সোমনাথ হাজরা বন্দ্যোপাধ্যায় (২৩)-এর। তবে এই ৫ যুবকের প্রাণ চলে যাওয়ার পর মুর্শিদাবাদ জেলা জুড়ে নৌকায় করে প্রতিমা বিসর্জন নিষিদ্ধ করা হয়েছে।