রাজ্য
বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তাল দাঁতন।
নিউস বেঙ্গল 365 দাঁতন, অংশুমান পন্ডা: রাজনৈতিক মৃত্যু বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে। এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের ২নং শিয়ালসাই গ্রাম পঞ্চায়েত এর শিয়ালসাই-১ নং বুথের বিজেপির সক্রিয় সদস্য বাচ্চু বেরা গত ৩দিন ধরে নিখোঁজ থাকার পর আজ তাঁর মৃতদেহ খুঁজে পাওয়া গেল বনের ভিতরে। গ্রামবাসীদের অভিযোগ, গত ৩দিন ধরে বাচ্চু বেরার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। আজ দুপুরে পাশের জঙ্গলে গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। মৃত ব্যক্তির নীম্নাংশ থেকে রক্তক্ষরণ হচ্ছিলো। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, ‘বাচ্চু বেরাকে খুন করে ঝুলিয়ে দেয়া হয়েছে।স্থানীয় তৃণমূল নেতা বীরেন দাস, শৈলেন দাস সহ তৃণমূল কর্মীরা এই ঘটনায় জড়িত’।