রাজ্য
মৃতদেহ বহনকারী গাড়ি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্স থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িতে তল্লাশি করতেই সেখান থেকে বেরিয়ে আসে বেআইনিভাবে পাচার হওয়া গাঁজা। পুলিশ সূত্রে জানানো হয়েছে পুটিমারি থেকে ওই গাঁজা লোড করে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি কলকাতায় বলে জানা গেছে। তদন্ত চলছে এর সাথে কে বা কারা জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর জানা যাবে।