অনুব্রত মণ্ডল দলে বিভাজন তৈরি করছেন: সিদ্দিকুল্লা চৌধুরী
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ততই বেড়ে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে নেতা মন্ত্রীদের বাকবিতন্ডা, চলছে একে অপরকে আক্রমণ। এবার রাজ্যের মন্ত্রী নিশানা করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। শুক্রবার কেষ্টর নিজের তালুক বীরভূমের সদাইপুরে গিয়ে একটি জনসভায় রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একের পর এক আক্রমণ করে গেলেন অনুব্রত মণ্ডলকে। তিনি অনুব্রতর নাম না করে বলেন, ‘কেউ যদি দল বিক্রি করে খেতে চান, আর যা খুশি তাই বলেন, তা মেনে নেওয়া হবে না। সব আস্ফালনের উত্তর দেবে পাবলিক। চাবুক মারুন পিঠে, দল বড়, ব্যক্তি ছোট।’ মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লা আরো বলেন, ‘বর্ধমানে তিন বিধানসভা কেন্দ্র কেতুগ্রাম, মঙ্গলকোট এবং আউশগ্রামে সংগঠনে মাথা ঘামাচ্ছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সংগঠনকে কার্যত ক্যান্সারে পরিণত করেছেন বীরভূমের নেতা।’ সিদ্দিকুল্লা অভিযোগ করেন, ‘বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দলে বিভাজন তৈরি করছেন, তিনি একাধিক জায়গায় গিয়ে দলকে না জানিয়ে নিজেই আগে বাড়িয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে দিচ্ছেন।’ মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর একের পর এক আক্রমণ ও অভিযোগে রীতিমতো বিব্রত অনুব্রত মন্ডল জানালেন, তিনি কোথাও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেননি। তাঁর সভার সব ফুটেজ তাঁর কাছে আছে।