প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ, দলীয় কার্যালয় থেকে তৃণমূলের পতাকা খুললেন বিধায়ক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : অপমানিত হচ্ছেন এই অভিযোগ তুলে এর আগেই দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেন কোচবিহার ( দক্ষিন) এর বিধায়ক মিহির গোস্বামী। দলে যিনি মমতা ঘনিষ্ঠ বলেই পরিচিত। এবার সেই মিহির গোস্বামীই সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। একই সঙ্গে ক্ষোভ উগরে দেন তার সংস্থা আইপ্যাক (IPAC)-এর বিরুদ্ধেও। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে আইপ্যাককে নিয়ে তিনি বলেন, ‘ঠিকাদার সংস্থাকে দিয়ে দল চালালে কখনও দলের ভাল হয় না।’ উল্লেখ্য, দিন কয়েক আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। দলের যাবতীয় পদ থেকে ইস্তফা দেন কোচবিহার ( দক্ষিন) এর বিধায়ক। এমনকি দরকারে বিধায়ক পদ ছেড়ে দরকারে দলের সাধারণ কর্মী হিসাবে কাজ করতে চান বলেও জানান। খোদ দলনেত্রী মমতা বন্দোপাধ্যাযের ইচ্ছেতেই ভোট ম্যানেজার পিকে’র সঙ্গে চুক্তিবদ্ধ হয় তৃণমূল। অসমর্থিত সুত্রের খবর, প্রায় ৫০০ কোটি টাকার চুক্তি হয়েছে পিকের সংস্থা আইপ্যাক এর সঙ্গে। আর এই নিয়োগের পিছনে অভিষেক বন্দোপাধ্যায়ের “হাত” আছে বলে মত রাজনৈতিক মহলের। এদিন কার্যত সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মিহির গোস্বামী বলেন, “সংগঠনের কাজ সংগঠনের কর্মীদেরই করা উচিত। আইপ্যাক নামক কোনও কন্ট্রাক্টর সংস্থা যদি দল পরিচালনা করার ক্ষেত্রে নির্দেশ দেয় তাহলে দলের ভাল হয় না।” তবে সব থেকে বড় বিষয় শুক্রবার তাঁর দলীয় কার্যালয় থেকে তৃণমূলের পতাকাও খুলে ফেলেন মিহির গোস্বামী। তার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে কি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হতে চলেছেন তিনি। ব্যাপারে যদিও কোনও মন্তব্য করেননি বিধায়ক।