দলছুট হাতির তাণ্ডবে ভাঙলো দোকান এবং বসত বাড়ি, আতঙ্কে গ্রামবাসীরা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া :- গত কয়েকদিন ধরেই পাত্রসায়ের এবং সোনামুখী জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে চল্লিশটি হাতির একটি দল। ফলে ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষীদের । এবার দলছুট হাতি দোকান ও বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দিল । ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের রেঞ্জের বন বিরসিংহ গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায় , গতকাল একটি হাতি দলছুট হয়ে পাত্রসায়ের রেঞ্জের বন বীরসিংহ গ্রামে ঢুকে যায় এবং রাতের অন্ধকারে সাত থেকে আটটি দোকানে ভাঙচুর করে সাটার ভেঙে দোকানের মালপত্র নষ্ট করে দেয়। পাশাপাশি সোমনাথ দাস নামে এক ব্যক্তির বাড়িতে দরজা ভেঙে তাঁতের ব্যাপক ক্ষতি করে এবং বাড়িতে থাকা তিল চাল ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করে দেয় । পুজোর মুখে তাঁতের ক্ষতি হওয়াতে ব্যাপক ক্ষতির মুখে সোমনাথ দাস ।
সাধন সূত্রধর, ভুলা সূত্রধর নামের গ্রামবাসীরা বলেন , আমরা দারুন আতঙ্কে রয়েছি দোকানে ভাঙচুর এবং বাড়িতে ভাঙচুর করেছে হাতিটি । বনদপ্তরের গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা ।
স্বপন খাড়া নামে এক ক্ষতিগ্রস্ত দোকান মালিক বলেন , গতকাল 25 থেকে 30 হাজার টাকার মাল তুলেছি আর রাতের অন্ধকারে হাতি সব ক্ষয়ক্ষতি করে দিল এখন সরকার একটু সহযোগিতা করলে খুবই উপকৃত হয় ।
বিরসিংহ বিট অফিসার উত্তম মাহাতো জানান , যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী তারা ক্ষয়ক্ষতি পাবেন । তবে বনদপ্তরের কোনো গাফিলতি নেই বলে তিনি জানান ।
হাতির অবস্থানতাং-১৬.১০.২০২০বেলিয়াতোর রেঞ্জে স্বর্গবাতি মৌজায়-২,চন্দনপুর-১,হরিসপুর-১,সোনামুখী রেঞ্জে চকপাত্রসায়ের-৩৬-৩৮।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। বিভাগীয় বনাধিকারীক, বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।