গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল, এবার কর্মীদের হাতে ঘেরাও মন্ত্রী গৌতম দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- একুশের ভোটের আগে উত্তরবঙ্গের একাধিক জেলায় শাসক দলের নেতাদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করেছে। আলিপুরদুয়ার, কোচবিহারে প্রকাশ্যেই নিজেদের ক্ষোভের কারণ জানিয়ে পদ ছেড়েছেন একাধিক তৃণমূল নেতা। এবার জলপাইগুড়ির রাজগঞ্জে দলীয় কর্মীদের হাতে ঘেরাও হলেন উত্তরবঙ্গ তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান ও পর্যটন মন্ত্রী গৌতম দেব। এই ঘটনায় নতুন করে অস্বস্তি বাড়ল শাসক দলের। গৌতম দেবের বিরুদ্ধে তাঁর ব্যবহার ও বিভিন্ন সাংঘঠনিক কাজকর্মের ব্যাপারে দলের অন্দরে ক্ষোভ বাড়ায় অসন্তুষ্ট তৃণমূল নেত্রী লোকসভা ভোটের পর একাধিক দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক ও সদর ব্লকের কমিটি গঠনের বৈঠক করছিলেন উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। সেখানেই বৈঠক শেষ করে বেরিয়ে আসতেই তৃণমূলের নেতা, কর্মীরা গৌতম দেবকে ঘেরাও করেন বলে অভিযোগ। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের এসসি, এসটি সেলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান কৃষ্ণ দাসও। প্রকাশ্যেই এই ধরণের বিদ্রোহে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান পর্যটন মন্ত্রী গৌতম দেব। সূত্রে খবর, এই ঘটনার নেপথ্যে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী এবং জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়।