রাজ্য
টিটাগড় ব্রহ্মস্থানের সানবিম জুটমিল আজ বন্ধ হয়ে গেল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- পুজোর ঠিক আগে উত্তর ২৪ পরগনার টিটাগড় ব্রহ্মস্থানের সানবিম জুটমিল আজ বন্ধ হয়ে গেল। ফলে এই জুট মিলের দেড় হাজার শ্রমিক কাজ হারালেন। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বেশ কয়েকদিন ধরে তাঁরা আন্দোলন করছিলেন। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন মিলের গেট বন্ধ। এরপরই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টিটাগড়ে বিটি রোড বেশ কিছু সময় অবরোধ করে রাখেন।