নিজের মৃত্যুসংবাদ পড়ে নিজেই হতবাক মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা!
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বাম রাজনীতির অন্যতম জনপ্রিয় নেতা তথা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ডাঃ আব্দুর রাজ্জাক মোল্লা। বার্ধক্যজনিত অসুস্থতাতেই বুধবার জীবনযুদ্ধে হার মানলেন তিনি। বৃহস্পতিবারই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। এই খবর ছড়িয়ে পড়ায় রীতিমতো হইচই পড়ে যায়।কিন্তু অনেকেই ভেবে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য আব্দুর রেজ্জাক মোল্লা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের সুস্থতার কথা জানান মমতা মন্ত্রীসভার খাদ্য পাক্রিয়াকরণ মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য আব্দুর রেজ্জাক মোল্লা জানান, “আমি ভাল আছি। ৭৭ বছর বয়সে যেমন থাকা যায়, তেমনই আছি। শুনলাম আমার সম্পর্কে মৃত্যুর খবর রটেছে। এ বিষয়ে আমার কিছুই বলার নেই। বর্তমানে নিউটাউনে ফ্ল্যাটে রয়েছি আমি।” আসলে, বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে প্রাক্তন সিপিআইএম বিধায়ক ডাক্তার আবদুর রাজ্জাক মোল্লার। যিনি ১৯৮৭ সালে ভাঙড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের বিধায়ক হন । আর তা নিয়েই বাধে বিপত্তি। কয়েকটি সংবাদমাধ্যম তাঁর ছবি দিয়ে সেই খবর প্রচার করতে শুরু করে। যাতে বেশ ব্যথিত ৭৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিক। তিনি যে ব্যথিত তাও বুঝিয়ে দিয়ে বলেন,” সাধারণ মানুষ ভুল করতে পারে। তাই বলে কী করে ছবি দেখিয়ে ভুল খবর প্রকাশ করতে পারে সংবাদমাধ্যম? সকাল থেকে পরের পর ফোন বাজতে শুরু করেছে। কারা যে এসব করে জানি না। আমি ভাল আছি’।