রাজ্য
স্পেশাল স্টাফ ট্রেনে ওটাকে কেন্দ্র করে পান্ডুয়া স্টেশনে অবরোধ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আজ হুগলী জেলার পান্ডুয়া স্টেশনে রেলওয়ে স্পেশাল স্টাফ ট্রেনে সাধারণ যাত্রীদের উঠতে না দেওয়ার প্রতিবাদে প্রায় তিন ঘন্টার বেশী সময় ধরে অবরোধ চলছে। অবরোধকারীদের অভিযোগ করোনা অতিমারীর কারণে গত সাত আট মাস ধরে ট্রেন না চলার ফলে কাজে যেতে পারছেন না। কিছু দিন তারা অনুমতি ছাড়া স্পেশাল ট্রেনে করে যাওয়া আসা করছিলেন। কিন্তু সম্প্রতি রেলওয়ে পুলিশ মারধোর করে , তার পর যে কোনো স্টেশনে নামিয়ে দিচ্ছে। নিরুপায় হয়ে তাঁরা রেল অবরোধে সামিল হয়েছেন। অবরোধকারীদের দাবী রেল কর্তৃপক্ষ থেকে এব্যাপারে কোন সুরাহা না করলে অবরোধ চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ ও রেলপুলিশ রয়েছে।