রাজ্য
বড়জোড়াতে কৃষি বিলকে সমর্থন জানিয়ে মিছিল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- আজ বড়জোড়াতে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন এর একটি মিছিল ও পথ সভা হয়। মূলত কৃষি বিলকে সমর্থন জানিয়ে আজকে মিছিল করা হলেও বক্তারা শ্রমিক শোষণের বিরুদ্ধেও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতির গোবিন্দ ঘোষ সাধারণ সম্পাদক সংগ্রাম চক্রবর্তী বিজেপি রাজ্য কমিটির স্থায়ী সদস্য সুজিত অগস্তি প্রমুখ।