রাজ্য
বিপুল পরিমানের সোনার অলংকার উদ্ধার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- ভারত-বাংলাদেশ সীমান্তের বানপুরে সীমান্তরক্ষী বাহিনী, বিপুল পরিমানের সোনার অলংকার উদ্ধার করেছে।সেগুলি অবৈধভাবে এদেশ থেকে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে বি.এস.এফ সূত্রে জানানো হয়েছে। বিএসএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের নজরে আসতেই পাচারকারীরা গহনা ভর্তি প্যাকেটটি কাঁটাতারের বেড়ার ওপারে নিক্ষেপ করে পালিয়ে যায়। বিএসএফ জওয়ানরা গহনা ভর্তি প্যাকেটটি উদ্ধার করে কাস্টমসে জমা দেয়। যার আনুমানিক বাজার মূল্য ৩১লক্ষ ৩২ হাজার ২ শো ৬৪ টাকা বলে জানা গেছে।