রাজ্য
চটকল শ্রমিকদের বেতন এবং উৎসবের মরসুমে প্রাপ্য বোনাস দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- দীর্ঘ লকডাউনের জন্যে বকেয়া থাকা শ্রমিকদের বেতন এবং উৎসবের মরসুমে প্রাপ্য বোনাস দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।এছাড়াও আগামী দেড় মাসের মধ্যে বিভিন্ন কারখানায় কর্মরত দশ হাজার অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ীকরণ , পাশাপাশি আরও দশ হাজার অস্থায়ী শ্রমিকের পদোন্নতিরও নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চটকল শিল্পের সমস্যা নিয়ে এক ত্রিপাক্ষিক বৈঠকে মালিকপক্ষ গত বছর দশ হাজার শ্রমিককে স্থায়ী করার পক্ষে মত দিলেও এখনো তা কার্যকর করা হয়নি। এদিকে চুক্তি অনুযায়ী স্থায়ীকরণ না করা হলে রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট চটকল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।