রাজ্য
এক শিশুর অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য, নদীয়ার শান্তিপুরে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদিয়া:- এক শিশুর অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য। নদীয়া শান্তিপুর থানার নৃসিংহ পুর গ্রামের ঘটনা। মৃত শিশুর নাম প্রীতম ঘোষ। বয়স ৪ বছর। পরিবারের দাবি নৃসিংহ পুর গ্রামের বাসিন্দার প্রকাশ ঘোষ পেশায় কৃষক। তার দ্বিতীয় পক্ষের সন্তান চার বছরের প্রীতম ঘোষ। গত কাল রাত্রে অসাবধানতাবশত পড়ে যায় কাঁচের বোতলের ওপর। কাচের শিশি ভেঙ্গে কাচ ঢুকে যায় গলার মধ্যে। এরপরই গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থা হওয়ার কারণে তাকে স্থানান্তরিত করা হয় রানাঘাট হাসপাতালে। যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে , এই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।