বড়জোড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- কয়েকমাস পেরোলেই একুশের বিধানসভা নির্বাচন। নিজেদের আসন অক্ষুণ্ণ রাখতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস।আজ বাঁকুড়া জেলার বড়জোড়াতে বড়জোড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। বড়জোড়া ব্লকের ১১টি অঞ্চল ও গঙ্গাজলঘাটী ব্লকের ৬টি অঞ্চলের মোট ২৯২টি বুথের প্রায় ৪০০০জন কর্মী সমর্থকদের নিয়ে এই সভা হয়। তৃণমূল কংগ্রেস কর্মীদের আগামী দিনে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যা শুনে সমাধান করার কথা বলেন । দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল না রেখে সকল মিলে একসাথে এগিয়ে গিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বড়জোড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস কে জয়যুক্ত করার কথা উঠে এলো নেতৃত্বের গলা থেকে। আজকের এই সভার আয়োজক বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ। বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যে সমস্ত সমস্যার কথা তুলে ধরেন সেগুলো বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ব্যাখ্যা করেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নতুন নির্দেশিকা, তার সুস্পষ্ট গঠন সকল কর্মীদের কে বোঝান। আজকের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার তৃণমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা তৃণমূল কো মেন্টর আশুতোষ মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক হৃদয় মাধব দুবে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ, বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অলোক মুখার্জি, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালিদাস মুখার্জি বড়জোড়া পঞ্চায়েত উপ প্রধান পার্থ গুঁই পঞ্চায়েত সদস্য গোপাল দে গঙ্গাজলঘাটী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার সহ গঙ্গাজলঘাটী ও বড়জোড়া ব্লকের তৃণমূল নেতৃত্ব।