রাজ্য
মুক্ত মঞ্চ করার দাবিতে পথে নামলেন নদিয়ার শিল্পীরা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদিয়া:- মুক্ত মঞ্চ করার দাবিতে পথে নামলেন শিল্পীরা। নদীয়ার শিল্পীরা কৃষ্ণনগরে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। শিল্পীদের দাবি, লক ডাউনে বন্ধ অনুষ্ঠান। হচ্ছে না কোনো শো। সেকারণেই অনাহারে রয়েছেন তাঁরা। আর্থিক অভাব অনটনের মধ্যে দিন কাটচ্ছে তাদের। সেই কারণেই তাঁরা আজ পথে নেমেছেন। তাদের দাবি, স্বাস্থ্য বিধি মেনেই করতে হবে মুক্ত মঞ্চ।