কৃষ্ণনগরে গ্রামীন সম্পদ কর্মী দের অবস্থান-বিক্ষোভ
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদিয়া:- আজ নদীয়া জেলার কৃষ্ণনগর কালেক্টরেট ভবনের সামনে গ্রামীন সম্পদ কর্মী দের অবস্থান-বিক্ষোভ সংঘটিত হয়। নদীয়া জেলার বিভিন্ন ব্লক এ কর্মরত গ্রামীন সম্পদ কর্মীদের অভিযোগ , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে প্রত্যেক কর্মীকে মাসিক ১৫ হাজার টাকা এবং সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিযোগ মাসের পর মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কর্মীরা সরকারের দেওয়া প্রতিশ্রুতি তে মাসিক বেতন পাচ্ছেন না এছাড়াও এখনো পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা তাদের কাছে আসেনি তাই দ্রুত মাসিক বেতন প্রদান এবং সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার দাবিতে সরব হন এবং জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন দিয়েছেন গ্রামীন সম্পদ কর্মীর নেতারা। তবে জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন তারা।