রাজ্য
বিরোধীদের অভিযোগের জবাব দিলেন বাবুল সুপ্রিয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: বিরোধী দলের নেতারা প্রায়শই অভিযোগ করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে দেখা যায় না তাঁর এলাকায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে আমরা এখনও জয়ী হয়নি, তৃণমূলের নেতারা বলছে বাবুল সুপ্রিয় কোথায়? তারা বুঝতে পারছে না বাবুল সুপ্রিয় রাস্তায় কেন বেরোচ্ছে না। নৈতিক দায়িত্ব থেকেই রাস্তায় বেরোচ্ছি না কারণ বাবুল সুপ্রিয় রাস্তা বেরোলে এরকমই ভিড় হয় এর ফলে আমরা করোনা যুদ্ধে হেরে যেতে পারি’।