পশ্চিমবঙ্গে ৩৫৬ জারি করা উচিত: বাবুল সুপ্রিয় ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: মণীশ শুক্লার খুন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করতে ব্যাস্ত। এরই মধ্যে রাজ্যে ৩৫৬ র পক্ষে জোড় সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল-সুপ্রিয়। সোমবার নিজের সংসদীয় কেন্দ্র আসানসোলে আসেন তিনি। রীতিমত মানুষের ভীড়ে আটকে পড়েন। এরই মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। উঠে আসে মণীশ শুক্লা হত্যাকাণ্ডও। রাজ্যের শাসকদলকে “টার্গেট” করে বাবুল সুপ্রিয় বলেন, ” গতকাল ব্যারাকপুরে তৃণমূলের মিছিল শেষ হয়ে যাওয়ার পর গুলি করে মারা হয়েছে অর্জুন ভাইয়ের একদম কাছের ছেলেকে ।” এরপরই রাজ্যে রাজ্যে ৩৫৬ ধারা দাবী করে তিনি বলেন, “আমরা বহুবার রাষ্ট্রপতির কাছে গেছি ৩৫৬ জারি করার জন্য।পশ্চিমবঙ্গের যা অবস্থা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে ৩৫৬ জারি করাই উচিত ।” অপরদিকে হাথরাস প্রসঙ্গেও মুখ খোলেন বাবুল সুপ্রিয়। এই ইস্যুতে ইতিমধ্যে রাস্তায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়। সোমবার তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বাবুল বলেন,”হাথরস নিয়ে যা করার যোগিজি করেছেন । সিবিআই তদন্তের কথা নিজে থেকেই বলেছেন । যে সমস্ত পুলিশ আধিকারিক বেপরোয়াভাবে কাজ-কর্ম করেছেন তাদের উপর খাঁড়া নেমে এসেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নামার কোনও অধিকার নেই । এটা একটা দেশব্যাপী, বিশ্বব্যাপী সমস্যা । সেজন্য আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে ।”