বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের প্রতিবাদে আজ ব্যারাকপুরে 12 ঘন্টার বন্ধ বিজেপির।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- রবিবার টিটাগর থানার সামনে অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্লা গুলিবিদ্ধ হলেন। তাঁকে পরপর গুলি করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সাথে সাথে তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই তাঁর মৃত্যু হয়। মনীশ শুক্লাকে খুনের প্রতিবাদে বিজেপি আজ ব্যারাকপুরে ঘন্টার বন্ধ ডেকেছে। সোমবার দুপুরে ময়নাতদন্ত হওয়ার পর ব্যারাকপুরে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে। খড়দার আদর্শপল্লীর বাসিন্দা মনীশ শুক্লা এলাকায় ভীষণ জনপ্রিয় ছিলেন বলে জানা গেছে। পার্টি অফিসে ঢোকার সময় তাঁকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁর বুক ঘাড়-পিঠে গুলি লাগে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার কে ঘিরে বিক্ষোভ দেখায় মনীশ শুক্লার অনুগামীরা। প্রতিবাদে অবরোধ করা হয় বিটি রোড।সাংসদ অর্জুন সিংহ জানিয়েছেন, ‘আমাকে টার্গেট করা হয়েছিল। এই ঘটনায় পুলিশ জড়িত আছে, পুলিশ দুষ্কৃতী-যোগসাজস ছাড়া এই ঘটনা ঘটতে পারে না’। রাজ্য যুব মোর্চার সভাপতি ও সাংসদ সৌমিত্র খান এই ঘটনার তীব্র নিন্দা করে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘সাংসদের বাড়ি আগে আক্রমণ করা হয়েছিল, আজ তিনি তাঁর সাথীকে হারালেন, এটা খুব চিন্তার বিষয়। সি বি আই তদন্তের দাবি জানিয়ে আজ মনীশ শুক্লার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কৈলাসবর্গীয় ও মুকুল রায়। মনীশ শুক্লার মৃত্যুর ঘটনায় রাজ্যপাল জগদ্বীপ ধনকর আজ সকাল দশটায় রাজ্যের এসিএস (হোম) এবং ডিজিপিকে রাজভবনে তলব করেছেন। তিনি আজ নিজেই একথা টুইট করে জানিয়েছেন।