উত্তরপ্রদেশে নারী নির্যাতনের প্রতিবাদে সোনামুখী নিত্যানন্দপুরে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- বিজেপি শাসিত উত্তরপ্রদেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের রাধামোহন পুর পঞ্চায়েতের নিত্যানন্দপুরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলে 500 তৃণমূল কর্মী সমর্থক পায়ে পা মিলিয়ে ছিলেন। আজকের প্রতিবাদ মিছিল নিত্যানন্দপুর মিনি মার্কেট থেকে শুরু হয়ে ডিহিপাড়া পঞ্চায়েতের বটতলায় পৌঁছায় এবং সেখান থেকে নিত্যানন্দপুর মিনি মার্কেটে এসে শেষ হয় এবং মিছিল শেষে একটি ছোট্ট পথসভা করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। আজকের মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আজকের এই প্রতিবাদ মিছিল আগামী 2021 বিধানসভা নির্বাচনে সোনামুখী ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।