শান্তিপুরে গঙ্গার পাড় বাঁধানো নিয়ে বিক্ষোভ ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদিয়া:- শান্তিপুরে বেশ কিছু এলাকায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ স্থায়ীভাবে গঙ্গার পাড় বাঁধানো হচ্ছে না বলে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। শনিবার শান্তিপুর থানার ১৬ নম্বর ওয়ার্ডের চর সাগর এলাকায় গঙ্গার পাড় বাঁধানো হবে এই মর্মে বালি এবং বাঁশের খাঁচা নিয়ে উপস্থিত হন সেচ দপ্তর এর আধিকারিক। দ্রুত খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা আস্তে আস্তে গঙ্গার পারে জড়ো হতে থাকেন এবং অভিযোগ জানাতে থাকেন যে আমরা স্থায়ীভাবে গঙ্গার পার বাঁধানো হোক দাবি করছি। কারণ যেভাবে গঙ্গার পার ভাঙছে স্থায়ীভাবে কাজ না হলে খুব শীঘ্রই গঙ্গার ভাঙ্গনে আমাদের আশ্রয়ের শেষ সম্বল টুকু এবং রাস্তাঘাট সমস্ত কিছু তলিয়ে যাবে তাই স্থায়ীভাবে গঙ্গার পার বাঁধানো দাবি জানাচ্ছি। এলাকাবাসীর বিক্ষোভের কারণে কাজ বন্ধ হয়ে যায় তারপর স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামানিক ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকাবাসীর সাথে কথা বলেন এবং স্থায়ীভাবে গঙ্গার পাড় বাঁধানো হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় এলাকার বাসিন্দারা।তবে এলাকাবাসীর দাবি স্থায়ীভাবে কাজ না হলে আমরা আবারও বিক্ষোভ এবং বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবো।
Attachments area