আমরা হাতে চুরি পড়ে বসে নেই: কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- নবান্ন অভিযানের আগে বিজেপিকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর কড়া বার্তা ‘আমরা হাতে চুরি পড়ে বসে নেই। ওরা স্বপ্ন দেখছে নবান্ন যাবে। স্বপ্নে আছো, স্বপ্নে থাকো। গুণ্ডামি করতে এলে আমরা হাতে চুড়ি পরে বসে নেই’। শনিবার বাঁকুড়ার জঙ্গল মহলের সারেঙ্গায় কৃষি বিলের বিরোধীতা, দলিতদের উপর অত্যাচারের অভিযোগ তুলে তারও প্রতিবাদে এক মিছিল ও পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে একথা বলেন তৃণমূলের রাজ্যস্তরীয় নেতা ও সাংসদ কল্যাণ ব্যানার্জী। একই সঙ্গে ‘পদ্ম ফুল ছুঁড়ে ফেলে দিয়ে তৃণমূল নেতা কর্মীদের এক যোগে কাজ করে বাঁকুড়ার ১২ টি বিধানসভা কেন্দ্র দলনেত্রীর হাতে তুলে দেওয়ার ডাক দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ ব্যানার্জী বলেন, ‘নরেন্দ্র মোদির মুখেই দলিত প্রেম। আর দলিত মেয়েরাই সবচেয়ে বেশী ধর্ষণের শিকার’। একই সঙ্গে তিনি বলেন, হাতরসের পর সেই উত্তর প্রদেশের বলরামপুরেই আর এক দলিত কণ্যা ধর্ষিতা হন। এই ঘটনায় অভিযুক্তের বাবা ঐ রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট। বিজেপি মুখে দলিতদের উন্নয়নের কথা বললেও আদৌ তা হয়নি। একটা ‘কলঙ্কময় যুগে’র মধ্য দিয়ে আমরা চলেছি। গোটা ভারতবর্ষ আজ গর্জে উঠেছে বলে তিনি জানান। কৃষি বিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উৎপাদিত দ্রব্য বিক্রির আগে এক চুক্তিতে কৃষকদের সই করতে হবে। বাজারে দাম বাড়লেও কৃষক বর্দ্ধিত মূল্য পাবেনা। আর বিক্রি না করলে মামলা হতে পারে। ফলে ক্ষতি কৃষকেরই। পরে বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ডাক দিক। ধারে কাছেও কেউ ঘেঁষতে পারবেনা। স্বপ্নে আছে, স্বপ্নেই থাকুক ওরা।