রাজ্য
বাঁকুড়া জেলা মহিলা পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বাঁকুড়াঃ জেলা পুলিশের সি.আই অফিসে কর্মরত এক মহিলা পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে। মৃতার নাম সুজাতা সাউ। বাড়ি রাইপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সস্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।