রাজ্য
যাঁরা বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন, তাঁরা একটু উত্তরপ্রদেশের দিকে তাকান: মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যাকে গণধর্ষণ ও তাঁর মৃত্যুর ঘটনা তুলে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন, তাঁরা একটু উত্তরপ্রদেশের দিকে তাকান।” উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরসের দলিত কন্যা টানা ১৫ দিন লড়াই করার পর মঙ্গলবার সকালে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মারা যান। এদিন কৃষি বিল নিযে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেনন, ‘এর পরে সব ফড়েরা নিয়ে যাবে। পেঁয়াজ, আলু সব অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কৃষকদের এ সব বোঝাতে হবে। না-হলে সর্বনাশ হয়ে যাবে।’