প্রাক্তন কে এল ও জঙ্গিদের এবার ” স্পেশাল হোমগার্ড” পদে নিযোগের ভাবনা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : উত্তরবঙ্গে দরাজ মুখ্যমন্ত্রী। এবার প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানদের রাজ্য পুলিশে নিয়োগ করা হচ্ছে। সূত্রের খবর, এবার ‘স্পেশাল হোমগার্ড’ পদে নিয়োগ হতে চলেছেন সমাজের মূলস্রোতে ফেরা কেএলও সদস্যরা। আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে ১৩০ জনকে সমাজের মূলস্রোতে ফেরানো হল। আগামিকাল, বুধবার আরও ১৬১ জনকে মুলস্রোতে ফেরানো হবে। অর্থাৎ প্রায় ২৯১ জন কে এল ও জঙ্গি ফিরে আসছে মুল স্রোতে। সূত্রের খবর, মুলস্রোতে ফেরা এই জঙ্গিদের স্পেশাল হোমগার্ড হিসাবে নিয়োগ করবে রাজ্য। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কাজ করা হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে এঁদের নাম জড়িয়ে ছিল। কার্যত উত্তরবঙ্গ পুলিশের ঘুম উড়িয়ে দিয়েছিলেন এঁরা। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও-র বিভিন্ন ব্যাচে কেউ ভুটানের পিপিং ক্যাম্পে, কেউ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, কেউবা নেপালে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন। আবার অনেকেই কেএলও-র সক্রিয় লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন। অনেকে জেলও খেটেছেন। এবার এরাই খাঁকি উর্দিতে প্রশাসনিক কাজ করবেন। রাজ্য পুলিশে সামিল করা হবে মূলস্রোতে ফেরা ব্যক্তিদের। মুখ্যমন্ত্রীর আবেদনে মূলস্রোতে ফিরলেও এতদিনে কোন কর্মসংস্থানের কোন ব্যবস্থাই করা হয়নি এদের। যা নিয়ে ক্ষোভ বাড়ছিল। তবে এবার সেই সমস্যা মিটল। সূত্রের খবর, ইতিমধ্যেই, প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষার পর মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হবু স্পেশাল হোমগার্ডদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়ে গিয়েছে। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে কর্মসংস্থান মেলায় খুশি মালদহ জেলার চাকরি প্রার্থীরা। তবে প্রাক্তন কেএলও-দের একাংশের অভিযোগ, সকলের কর্মসংস্থানের সরকারি প্রতিশ্রুতি থাকলেও তা পূরণ হচ্ছে না।