চা শ্রমিকদের জন্য “চা-সুন্দরী” প্রকল্প চালু করতে চলেছে রাজ্য
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: শিলিগুড়ি: গত লোকসভা নির্বাচনে মুখ ফিরিয়ে নিয়েছিল চা-শ্রমিকেরা। তাই এবার বিধানসভার লক্ষ্যে চা-শ্রমিকদের মন পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই চালু করা হচ্ছে “চা-সুন্দরী” প্রকল্প। এর আগে চা-শ্রমিকদের জন্য ২ টাকা কিলো দরে চাল এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। এবার তাতে যোগ হল আরও একটি প্রকল্প। যা শুনে মুখের হাসি চওড়া হয়েছে চা শ্রমিকদের। প্রকল্পের নাম – চা সুন্দরী। উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ‘চা সুন্দরী’ প্রকল্পের। যারা শুধুমাত্র চা বাগানের শ্রমিক, যাঁদের নিজস্ব বাড়ি নেই, তাঁদের জন্য রাজ্য সরকার তৈরি করে দেবে বাড়ি। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশ্বাস তাঁর।এই প্রকল্পে বিভিন্ন চা বাগানে শ্রমিকদের জন্য প্রথম ধাপে ৩৬৯৪ বাড়ি তৈরি হবে। আবাসন দফতর বাড়ি বানাবে। শ্রম দফতর এটা দেখবে। উত্তরের ৩৭০ চা বাগান এই প্রকল্প এর আওতায়। ৫০০ কোটি বরাদ্দ করা হয়েছে।গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি কেন্দ্রের একচেটিয়া জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। জন বারলা থেকে শুরু করে জয়ন্ত রায়, চা শ্রমিকদের কাছে ব্যাপক জনপ্রিয়তার জেরে জয়ী হয়েছেন। চা বলয়ে সেই হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে একুশে ঝাঁপিয়ে পড়তে চলেছে শাসকদল।