রাজ্য
বাঁকুড়া জেলাশাসক এর অফিসে ডেপুটেশন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- বাঁকুড়া জেলাশাসক এর অফিসে ডেপুটেশন দিলেন আই.সি.টি. স্কুল কম্পিঊটার প্রশিক্ষকগন। একটি কম্পানীর অধীনে দীর্ঘ ৭ বছর ধরে নিযুক্ত আছেন আই.সি.টি. স্কুল কম্পিঊটার প্রজেক্টের এই শিক্ষকগণ। তাদের অভিযোগ তারা অত্যন্ত কম পারিশ্রমিকে এই প্রজেক্টের অধীনে বিদ্যালয়গুলিতে কম্পিউটার প্রশিক্ষকের পদে নিয়োজিত আছেন। এছাড়াও তারা জানান কোম্পানি দীর্ঘদিন ধরে তাদের সাথে বঞ্ছনা ও নিপীড়ন করে আসছে। West Bengal ICT School Coordinator Welfare Association এর ব্যানারে তারা তাদের একগুচ্ছ দাবী সম্বলিত ডেপুটেশন জমা দেন।