দলীয় কর্মীর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা চেয়ে গ্রেফতার বিজেপি মন্ডল সভাপতি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : তোলাবাজির অভিযোগে দিঘা থেকে গ্রেফতার বিজেপির এক মন্ডল সভাপতি। অভিযোগ, নিজের দলেরই এক কর্মীর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা চান ওই বিজেপি নেতা। আর তা দিতে না পারায় দলবল নিয়ে হামলাও চালানো হয়। ধৃত ওই বিজেপি নেতার নাম রাধারঞ্জন গোস্বামী ওরফে রাজা। তিনি বালি-১ মন্ডল সভাপতি। অভিযোগ, এলাকারই বিজেপি কর্মী সৌরভ পাল বাড়িতে নির্মান কাজ শুরু করেছিলেন। তা নিয়েই অভিযোগ ওই বিজেপি নেতার। সৌরভ পালের বক্তব্য, ” বেআইনি ভাবে নির্মান করছি এই মিথ্যে অভিযোগ তুলে রাজাদা আমার কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা দাবী করে, বলে না দিলে বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়।” দাবী মত ১০ হাজার টাকা দিলেও, বাকী টাকার জন্য চাপ দিতে থাকেন ওই বিজেপি নেতা। সৌরভের অভিযোগ,” তবে আমার পক্ষে অত টাকা দেওয়া সম্ভব নয় বলায় রাস্তায় মধ্যে দলবল নিয়ে এসে আমায় মারধর করে রাজাদা।” তবে এই বিষয়ে সুরাহা চেয়ে স্থানীয় ও রাজ্যস্তরের বেশ কয়েকজন দলীয় নেতার কাছে লিখিত অভিযোগ জানান ওই বিজেপি কর্মী। তবে তাতে কোন লাভ না হওয়ায়, শেষ পর্যন্ত ২৮ সেপ্টেম্বর রাজ্যের সমবায়মন্ত্রী ও হাওড়া জেলা তৃণমূল চেয়ারম্যান অরূপ রায়ের কাছে যান সৌরভ। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে মোবাইল টাওয়ার লোকেশন চিহ্নিত করে গভীর রাতে দিঘার হোটেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি নেতাকে।