মুচলেকা দিয়ে চাল কম দেওয়ার কথা স্বীকার করলেন শিক্ষিকা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের মিড ডে মিলের চাল ও ডাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলেরই শিক্ষিকাদের বিরুদ্ধে, ঘটনা টি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার কলুপুকুর গ্রামে। অভিভাবকদের অভিযোগ,সরকার থেকে প্রত্যেক পড়ুয়াকে ২ কেজি চাল এবং ২৫০ গ্রাম মসুর ডাল দেওয়ার কথা থাকলেও প্রতিবারই পড়ুয়াদের মিড ডে মিলের চাল এবং ডাল ওজনে কম দেওয়া হচ্ছে। আজও চাল, ডাল কম দেওয়া হয় বলে অভিযোগ। অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিক্ষিকা সুপ্রিয়া ঘোষ মুচলেকা দিয়ে চাল কম দেওয়ার কথা স্বীকার করেছেন। শিক্ষিকা সুপ্রিয়া ঘোষ জানান তাঁদের কেন্দ্রের ওজন যন্ত্রে গোলযোগ থাকায় এমন সমস্যা হচ্ছে। বিডিও শুভঙ্কর মজুমদার ব্লকের আইসিডিএস আধিকারিককে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।