দুর্নীতির অভিযোগ তুলে ওন্দার নিকুঞ্জপুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি কর্মীরা ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- ১০০ দিনের কাজে দুর্নীতি, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল , ১০০ দিনের কাজের সঠিক বেতন দেওয়া হচ্ছে না , সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন এ ধরনের একাধিক অভিযোগ তুলে বাঁকুড়া জেলার ওন্দা থানার নিকুঞ্জপুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল ওন্দা দুই নম্বর মণ্ডলের বিজেপি কর্মীরা । একটি মিছিল করে বিজেপি কর্মীরা নিকুঞ্জপুর পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত হয় এবং সেখানে কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করার পর তাদের একটি প্রতিনিধি দল দাবি সম্বলিত পঞ্চায়েত প্রধানের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন । ওন্দার যুবনেতা কল্যাণ চ্যাটার্জি বলেন , দীর্ঘদিন ধরে নিকুঞ্জপুর পঞ্চায়েতে দুর্নীতির চলে আসছে । 100 দিনের কাজ পাচ্ছেন না শ্রমিকরা । এছাড়াও কেন্দ্র সরকার জব কার্ড হোল্ডারদের 204 টাকা বেতন দিলেও সেখানে শ্রমিকরা পাচ্ছেন 150 টাকা থেকে 160 টাকা এখানেও তৃণমূল কাটমানি খাচ্ছে । তবে আগামী দিনে তাদের এই দাবি দাওয়া পুরন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি । তবে বিজেপির তোলা এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নিকুঞ্জপুর পঞ্চায়েত প্রধান । তিনি বলেন , আমাদের পঞ্চায়েত উন্নয়নের ধারা অব্যাহত আছে । মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন ঠিক সেইভাবেই উন্নয়নের কাজ চলছে । জব কার্ড হোল্ডার রা সকলেই সঠিক বেতন পাচ্ছে বলে তিনি জানান।