বড় নেতাকে খুনের সুপারি নিযে আসা ৪ দুষ্কৃতীকে গ্রেফতার শান্তিনিকেতনে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: আবার শিরোনামে শান্তিনিকেতন। এবার শান্তিনিকেতনের তালতোড় থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ ৪ বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি, এই দুষ্কৃতীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে স্থানীয় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূম জেলা পুলিশ দাবি, জেলার এক বড় নেতাকে খুনের সুপারি দিয়েই ওই ৪ বাংলাদেশিকে শান্তিনিকেতনে পাঠানো হয়েছিল। ধৃতদের কাছ থেকে যে রকম অস্ত্র মিলেছে, তাতে পুলিশের সন্দেহ, বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই দুষ্কৃতীদের। পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর জেলের এক বন্দি ওই জেলার এক বড় নেতাকে খুনের জন্য ওই সুপারি দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতনের তালতোড় এলাকার একটি বাড়িতে হানা দিয়ে এই ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, মোটা টাকা সুপারি নিয়ে এই ৪ বাংলাদেশিকে “কনট্রক্ট কিলার” হিসাবে বীরভুমে আনা হয়। যদিও পুলিশি অভিযানে তাদের সেই ছক ভেস্তে যায়। ওই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে নানুর ও লাভপুরে আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, যে ধরনের অস্ত্র এদের কাছ থেকে উদ্ধার হয়েছে তাতে স্পষ্ট বেশ বড়সড় হামলার ছক কষা হয়েছিল। একসঙ্গে প্রায় ৬-৭ জনকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। তবে গোটাটাই পূর্ব পরিকল্পিত বলে ধারণা জেলা পুলিশের। বিশেষ করে নির্বাচনের আগে একটা অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে বলে মত পুলিশের। মামলার গুরুত্ব বুঝে তদন্তভার আজই এসটিএফের হাতে তুলে দেওয়া হতে পারে।