বিজেপি সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে থানায় অভিযোগ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: শিলিগুড়ি থানায় বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে এফ আই আর দায়ের করলো তৃণমূল উদ্বাস্তু সেল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য বিজেপি নেতা করেছেন বলে অভিযোগ দায়ের করেছে তৃণমূল উদ্বাস্তু সেল। উল্লেখ্য, শনিবার বিজেপি নেতা বলেছিলেন ‘যদি আমি কোভিড-19 সংক্রমিত হই তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হাগ করবো।’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি পথে হাঁটল উদ্বাস্তু সেল। পশ্চিমবঙ্গ তৃণমূল উদ্বাস্তু সেলের পক্ষ থেকে রাজ্য সভাপতি মুকুল বৈরাগ্য বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনুপম হাজরার কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ সকালেই শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করেছি।” এদিন সকাল সকাল শিলিগুড়ির থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। মূলত উদ্বাস্তু সেলের মহিলা সদস্যদের তরফেই এফআইআর দায়ের করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন তাঁরা দাবি তোলেন, রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রতি এমন কুরুচিকর মন্তব্যের জন্য গ্রেপ্তার করা হোক বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাকে। এই হুঁশিয়ারিও দেন যে গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন চালাবে উদ্বাস্তু সেল। রাজ্যের প্রতিটি থানাতেই অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। আট মাস বাদে আজ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শুরু হবে আর আজকেই অনুপম হাজরার বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।