রাজ্য
গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মৃতার নাম সখিনা বেগম (২৩)। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার সোমসারের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বছর আটেক আগে ইন্দাসের রোল গ্রামের সখিনা বিবির সাথে ঐ থানা এলাকারই সোমসারের মীর নজরুলের বিয়ে হয়। তাদের দুটি নাবালক সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায়শই ঝামেলা হতো। এমনকি সখিনাকে তার স্বামী মীর নজরুল ব্যাপক মারধোর করতো বলেও অভিযোগ। শুক্রবার মোবাইলে কথা বলা নিয়ে অশান্তি চরমে পৌঁছায়। এই ঘটনার পর মীর নজরুল সখিনা বেগমকে ব্যাপক মারধোর ও গায়ে আগুন জ্বালিয়ে খুন করে বলে মৃতার বাপের বাড়ির তরফে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনার খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।