রাজ্য
মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহীর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বাঁকুড়া :- লরি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহীর। গুরুতর জখম আরো একজন। মৃত ও আহতরা হলেন যথাক্রমে প্রদীপ মণ্ডল (৪০) ও বাপী ঘোষ (৩৫)। বুধবার রাতে ওন্দা থানা এলাকার কমলার মোড় এলাকার ঘটনা। মৃত ও আহত দু’জনের বাড়ি বাঁকুড়া সদর থানা এলাকার বনকাটি গ্রামে বলে জানা গেছে।পুলিশ ঘাতক লরিটি আটক করতে পারলেও চালক-খালাসি পলাতক। পুলিশের পক্ষ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে ।