কল্যানী শিল্প নগরীকে চাঙ্গা করতে অনশনে বিশ্বকর্মারা!
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- ১৯৬১ সালে ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক মানের বিভিন্ন মাপের সুতো তৈরির লক্ষে তৈরি হয়েছিল কল্যাণী স্পিনিং মিল। প্রথম দিন কারখানা পরিদর্শন করতে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। ধিরে ধিরে নানা কারণে সব ক’টি কারখানাই বন্ধ হয়ে যায়। অথবা কোনও মতে এখনও ধুঁকছে। সেই ধুঁকতে থাকা কল্যানী শিল্প নগরীকে চাঙ্গা করতে অনশনে বিশ্বকর্মারা। তবে এক দুটো হলেও চিন্তা ভাবনা টা আলাদা ছিল কিন্তু এত ডজন খানেক। ঠিক সেরকমই ছবি ধরা পরল ক্যামেরায়। কল্যানী শিল্প নগরীতে পৌরসভা সংলগ্ন লেকের ধারে প্রায় ডজন খানেক বিশ্বকর্মা দাঁড়িয়ে আছে। কৌতুহল নিয়ে এক পথচলতি পথচারী বলেই ফেললো শিল্প নগরীতে যাতে পুনরায় শিল্প ফিরিয়ে আনার দাবী নিয়ে অনশনরত বিশ্বকর্মারা। আসলে গল্প টা অন্য জায়গায় গত ১৭ ই সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মা পূজো । পূজোর শেষে উদ্দোগতারা জলে বির্সজন না দিয়ে লেকের পাশে রেখে যায়। লেকের ধারে এত বিশ্বকর্মা দেখে সাধারণ মানুষের কৌতুহলবশত তাদের মনে উল্লেখিত উক্তিটি ই মনে আসছিলো।