রাজ্য
বনগাঁ পেট্রাপোল সীমান্তে তিন মহিলা চোরাচালানকারী আটক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- সীমান্তরক্ষী বাহিনী উত্তর ২৪ পরগনায় জেলার বনগাঁ পেট্রাপোল সীমান্তে তিন মহিলা চোরাচালানকারীকে আটক করেছে । তাদের কাছ থেকে আনুমানিক ৫০ হাজার টাকার মতো কসমেটিকস উদ্ধার করা হয়। সীমান্তরক্ষী বাহিনী এই তিন মহিলাকে পেট্রাপোল থানার পুলিশের হাতে সোপর্দ করে। তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিএসএফের ১৫৮ নং ব্যাটেলিয়ান ভারত-বাংলাদেশ সীমান্তের কালিয়ানি এলাকা থেকে সীমান্তে ভারতীয় নামিদামি ব্র্যান্ডের কসমেটিক্স পাচার হবার আগেই আটক করে। ধৃতদের নাম লক্ষ্মী মণ্ডল ঝরনা সিংহ এবং অষ্টমী সরকার। প্রাথমিক তদন্তে বিএসএফ জানতে পেরেছে এদের বাড়ি কালিয়ানি এলাকায় । পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এদের পিছনে আরও কোন বড় মাথা আছে কিনা তার খোঁজার চেষ্টা করছে।