কেন্দ্রের রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল পাত্রসায়রে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের কাঁরড়ডাঙা মোড়ে কেন্দ্রের রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। রবিবার, পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও পাত্রসায়ের অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যাবস্থাপনায় প্রতিবাদ মিছিল ও পথসভাটি অনুষ্ঠিত হয়। মিছিলটি কৃষ্ণনগর ডাকবাংলো থেকে শুরু হয়ে কাঁকড়ডাঙা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভার আয়োজন করা হয়। এদিনের মিছিল ও পথসভা যেন জনসমুদ্রে পরিণত হয়। পাত্রসায়ের ব্লকে তৃণমূল কংগ্রেসের এই ধরনের সভা আগে খুব কম দেখা গেছে । আজকের এই মহা মিছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে 2021 বিধানসভা নির্বাচনে বাড়তি অক্সিজেন যোগাতে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । তবে আজকের এই মিছিলে মানবিকতার পরিচয় দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । সভা চলাকালীন অ্যাম্বুলেন্স যাওয়ার সুবন্দোবস্ত করে দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী অর্চিতা বিদ, সোনামুখীর প্রাক্তন বিধায়িকা দিপালী সাহা , ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিং,সহ সভাপতি প্রভাত মুখার্জি, ব্লক যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি সেখ আজফার হোসেন, সুব্রত দত্ত শাহজাহান মিদ্যা,নব পাল, জেলা কমিটির সদস্যগন সহ প্রতিটি অঞ্চলের সভাপতিরা।