রাজ্য
রাজ্য সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শালবনী কোভিড হাসপাতাল পরিদর্শন।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- কলকাতার এম আর বাঙুর হাসপাতালের সুপার ডাঃ শিশির নস্করের নেতৃত্বে রাজ্য সরকারের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শালবনী কোভিড হাসপাতাল পরিদর্শন করেছেন। জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্যরাও এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। প্রতিনিধি দলটি হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি, হাসপাতালের সুপার, কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাধীন রোগী সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেন। জেলা স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ তথা আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। এই বৈঠকে, হাসপাতালের বর্তমান পরিকাঠামো এবং বিভিন্ন বিষয়ে কি কি সমস্যা রয়েছে, তা নিয়েই আলোচনা করেছেন বলে জানা গেছে।