রাজ্য
বন্ধুত্ব পাতিয়ে হাত সাফাই, ধরা পড়ল মহিলা।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,নরেন্দ্রপুর:- বন্ধুত্ব করে বাড়িতে ঢুকে হাতসাফাই এক মহিলার। বাড়িতে ঢুকেই সুযোগ বুঝে বাড়ির নানান জায়গার চাবি নকল করত। তারপর বাড়িতে কেউ না থাকলে তার সুযোগ নিয়ে চুরি করতেন অভিযুক্ত মহিলা। নাম দীপিকা খাদেকার। গড়িয়া ষ্টেশন এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সোনার চেন, মঙ্গলসুত্র, সোনার কানের দুল, আঙটি ও নগদ টাকা। শুধু সোনা চুরিই করত না চুরি করত বিলও। তারপর সেগুলিই শহরের নামী সোনার দোকানে বেচে দিত অভিযুক্ত মহিলা। এই ঘটনায় কমল ভৌমিক নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবার জন্য আদালতে আবেদন করবে পুলিশ।