রাজ্য
ঝাড়গ্রামের সেবাভারতী কৃষি বিজ্ঞান কেন্দ্রে “পোষণ মাস” পালন।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং ইফকো সংস্থার উদ্যোগে, আজ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের সেবাভারতী কৃষি বিজ্ঞান কেন্দ্রে “পোষণ মাস” পালন করা হয়েছে। সুষম আহার ও সুস্থ জীবন বজায় রাখার জন্য পুষ্টিকর খাদ্যাভ্যাস কতটা প্রয়োজনীয় তা আলোচনা হয়। এই অভিযানে ঝাড়গ্রামের ৪০ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্ব-সহায়ক দলের ৬০ জন মহিলা উপস্থিত থেকে পুষ্টিকর খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । আলোচনায় উপস্থিত সমস্ত মহিলা ও কৃষকদের ফল ও ফুলের চারা এবং বিভিন্ন প্রকার সব্জির বীজ বিতরণ করা হয়।