এই সরকার চোরের সরকার: অগ্নিমিত্রা।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: শিলিগুড়িতে এসে ফের রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি একহাত নিলেন শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক ও বিধায়ক অশোক ভট্টাচার্যকেও। তার বক্তব্য, ” আজ মহলয়ায় আমরা শপথ নিচ্ছি এই সরকারকে উতখাত করবই। এই সরকার চোরের সরকার। এরা উন্নয়ন করতে আসেনি। নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে এসেছে। তাই সব কাজ থেকে
চুরি করে, তোলা আর কাটমানি খায়।” এদিন সকালে প্রথমে মহানন্দা নদিতে যান মহিলা মোর্চা সভানেত্রী। দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে সেখানে নিহত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তর্পণও করেন তিনি। এরপর শিলিগুড়ি পটুয়া পাড়ায় মায়ের চক্ষুদান করেন অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি বলেন, “বাংলার মানুষকে বলব ২০১১-২০১৬ সালে যে ভুল করেছিলেন, ২১ এ আর সেই ভুল করবেন না।” পাশাপাশি এদিন শিলিগুড়ি শহরের উন্নয়ন নিয়ে প্রশাসক ও শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যকেও তীব্র আক্রমণ করেন অগ্নিমিত্রা পাল। বলেন,” অশোক ভট্টাচার্য মহাশয় আপনার কি লজ্জা নেই? কোটি কোটি টাকা নিচ্ছেন। সবটাই কি নিজেদের পকেটে পুড়ছেন? মহানন্দা অ্যাকশন প্ল্যানের ৫২ লক্ষ টাকা কোথায় গেল?” এদিন উত্তরবঙ্গে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।