বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় : রাজু বন্দ্যোপাধ্যায়

নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানা না গেলেও ভোট নিশ্চিত এই কথা মাথায় রেখে সব দলই রাজনীতির রণক্ষেত্রে পা বাড়িয়ে দিয়েছে।সেইসঙ্গে চালু হয়ে গেছে নেতাদের মুখে লাগামহীন মন্তব্য। এবার বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বেঁফাস মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি বলেন, ‘বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়’। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের জামতারা থেকে কাজ করে ভারতের সব থেকে বড় সংগঠিত অনলাইন প্রতারণা চক্র। সাইবার ক্রাইমের জন্য সারা দেশে কুখ্যাত ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং।বুধবার জামুড়িয়া ও আসানসোলের পৃথক দুটি মামলায় জামিন নেয়ার জন্য রাজু বন্দ্যোপাধ্যায় আসানসোল আদালতে আসেন। সেখানে দাঁড়িয়েই তিনি এই মন্তব্য করেন। রাজু আরো বলেন, ‘বাংলায় এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মাফিয়া ও সিন্ডিকেট রাজের দৌরাত্ম্য চলছে। মাফিয়া নেতারা হলেন, অনুব্রত মণ্ডল, জিতেন্দ্র তিওয়ারি, স্বপন দেনাথ, ববি হাকিমরা।’ উল্লেখ্য, মঙ্গলবার কাটোয়ায় থানা ঘেরাও কর্মসূচিতে গিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন, অনুব্রত মণ্ডল, স্বপন দেবনাথদের অবস্থা হবে বিকাশ দুবের মতো।